ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর এর মিলনায়তনে অনুষ্ঠিত হলো ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান ও সমাধান বিষয়ে গণ-শুনানি।
শুনানিতে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের জেলা ও বিভাগ পর্যায়ের সহকারী পরিচালক বৃন্দ, প্রাণি সম্পদ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের অতিরিক্ত জেলা কর্মকর্তা, পোল্ট্রি শিল্পের খামারী,ডিমের আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সহ ক্যাব রংপুরের প্রতিনিধি বৃন্দ।
শুনানিতে রংপুর জেলার ক্ষেত্রে ডিমের ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান ও সংরক্ষণ, অতিমুনাফা পরিহার, ভোক্তা স্বার্থ রক্ষা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সভাপতিত্বে করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম উপ-পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।