মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়। সোমবার নগরীর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের বিপরীতে অবস্থিত ভারতীয় আইশার মেটাল কোম্পানির হেল্প ও সার্ভিস সেন্টার এবং শাপলা চত্বরে অবস্থিত সেভেন এলিভেন নামক একটি ইলেকট্রনিক পণ্য সামগ্রীর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
আমদানিকৃত ভারতীয় ভারী যানবাহনের খুচরা যন্ত্রাংশ, টায়ার ও লুব্রিক্যান্টস পণ্যের গায়ে মূল্য, মেয়াদসহ আমদানিকারকের সীল না থাকায় মেটাল প্লাস লিমিটেড রংপুরকে ৩৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স সেভেন ইলেভেনকে চার্জার ফ্যানের দাম বেশি রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান তারা।
র্যাব- ১৩ ও ক্যাব রংপুর অভিযান পরিচালনায় সহায়তা করেন।