মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে নগরীর গণেশপুর, কামারপাড়া, কামালকাছনাসহ বিভিন্ন এলাকায় এলপি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
অভিযানে চারটি প্রতিষ্ঠানে এলপি গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকা, বিস্ফোরক লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার আইনের ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথ ভাবে সরবরাহ না করা জনিত অপরাধ) মোট সাত হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান চলাকালে শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকের সাহায্যে ভোক্তা ও মানুষকে সচেতন করে ভোক্তা অধিদপ্তর।
অভিযানের একপর্যায়ে ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান উপস্থিত হয়ে বিভিন্ন বাস ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের আসছে ঈদ উপলক্ষে বাসের যাত্রীদের নিকট বিবেকবর্জিত অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা থেকে বিরত থাকতে সতর্ক করেন তারা।
রংপুর মহানগর পুলিশ পুরো অভিযানের নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়োজিত ছিল।
এ সময় তাকে সহায়তা করেন ডিএনসিআরপি’র গবেষণা সহকারী মো. জাকারিয়া হোসেন ও ক্যাব রংপুরের জেলা সেক্রেটারি মো. আহসান উল হক তুহিন।