ভোক্তাকণ্ঠ ডেস্ক: সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় লক্ষ্মীপুরের রায়পুরে ২৭ জনকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট অনজন দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ সময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
ইউএনও অনজন দাশ জানান, উপজেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় রায়পুর বাজার, বাসাবাড়ি বাজার ও রাখালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পৃথক মামলায় ২৭ জনকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।