ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ৯ মে মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়। এতে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম এবং জেলা কার্যালয়ের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
তদারকি চলাকালে সালাম রেস্তোরাঁ ও বিসমিল্লাহ হোটেল সহ একটি কনফেকশনারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার সুস্পষ্ট লংঘন জনিত কারণে জরিমানা করা হয়।
সালাম নামে এক রেস্তোরাঁয় তদারকি চলাকালে জিলাপি, বিভিন্ন তরকারি,ডালসহ পুরো প্রতিষ্ঠানে মাছির সমারোহ পরিলক্ষিত হয়।
স্থানীয়রা জানান বাজারের ইজারাদার বাজারের ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে রেস্তোরাঁয় মাছির উপদ্রব। উল্লেখ্য এ সময় ইজারাদার সেখানে উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে ইজারাদার কে এ বিষয়ে দ্রুত সমাধানের তাগিদ দেন।
অভিযানের এক পর্যায়ে সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন হ্যান্ড মাইকের সাহায্যে উপস্থিত সর্ব সাধারণের উদ্দেশ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিত ও করনীয় বিষয়ে বলেন।
অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর, কাউনিয়া থানা পুলিশ ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।