মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর মেট্রোপলিটন তাজহাট থানা এলাকার প্রাইড ফুড প্রোডাক্টস কোম্পানিকে আট হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে তাজহাট থানা এলাকার আওতাধীন তামপাট মৌজার নগর মিরগঞ্জে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানে উৎপাদিত লন্ড্রি সাবানে বিদেশি প্রাণিজ চর্বি নিয়ম বহির্ভূত ভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও সেখান থেকে উৎপাদিত সরিষার তেলের বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অনুমোদিত বিএসটিআই লোগো’র ব্যবহার দেখতে পান।
এরূপ নানাবিধ ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ আট হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করেন সহকারী পরিচালক আফসানা পারভীন।
সে সময় তিনি প্রতিষ্ঠানের প্রধান ফটকে কোম্পানির সাইনবোর্ড ব্যবহারের পরামর্শ দেন এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণের সঠিকতা বজায় রাখতে নির্দেশ দেন। পাশাপাশি বিনা অনুমতিতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার না করার জন্য সতর্ক করেন।
অভিযানে তাজহাট থানার পুলিশ সদস্যরাসহায়তা করে।