ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলিতে লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদের অভিযোগে তিন সার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে হিলির খাট্টাউছনা বাজারে সারের দোকানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
এ সময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদ করা হচ্ছে এমন খবরে হিলির খাট্টাউছনা বাজারে অভিযান চালানো হয়। এ সময় তিনটি সারের দোকানের কোন লাইসেন্স না থাকায় ও সার মজুদ রাখার দায়ে এবং একজনের বিরুদ্ধে উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে সার সংগ্রহ করে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ সময় ওই তিনটি দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুটি দোকানে মজুদকৃত সার স্লিপের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।