শায়েস্তাগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

মো: দেওয়ান মিয়া: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার উপজেলার সুতাং বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

কম মূল্যের তেল স্টকে রেখে বেশি দামে বিক্রয় করে আসছিল মেসার্স শরীয়ত উল্লাহ স্টোর। গোডাউন থেকে ৩০০ লিটার তেল বের করে উপস্থিত ভোক্তাদের মাঝে নায্য দরে বিক্রয় করা হয়। এ কারণে শরীয়ত উল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ধানের পাইকারী দোকানগুলোতে মূল্য তালিকা না থাকা ও লাইসেন্সবিহীন ধান বিক্রয় করায় জীবন ট্রেডার্সকে দুই হাজার টাকা, মা বাবা খাদ্য ভান্ডারকে তিন হাজার টাকা, লেচু মিয়া খাদ্য ভান্ডারকে তিন হাজার টাকা, শাহীন ট্রেডার্সকে তিন হাজার টাকা, হাজী আলতাব আলী খাদ্য ভান্ডারকে তিন হাজার টাকা, মতিন এন্ড ব্রাদার্সকে দুই হাজার টাকাসহ সাতটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল আলম ও শায়েস্তাগঞ্জ র‍্যাব- ৯ এর একটি দল।