শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাজিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলে দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে এখন থেকে নৌরুটে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।
বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে দুই নৌরুটে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। মাঝে কয়েক মাস স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদীতে তখন ৭-৮ নট গতিতে স্রোত প্রবাহিত হলেও বর্তমানে কমে ৩ নট গতিতে বইছে। স্রোতের গতি কমে আসায় আবারো সময় বাড়ানো হলো।
বর্তমানে এই দুই নৌরুটে মোট ৮৭টি লঞ্চ রয়েছে। এরমধ্যে শিমুলিয়া-মাজিরকান্দি ২০টি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৬৭টি লঞ্চ চলাচল করছে।