ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রংপুরে জানকী ধাপের হাট এবং ভুরার ঘাট এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সদর উপজেলার দুটি হোটেল ও একটি ঝাল মুড়ি শিল্পের কাঁচামাল তৈরির কারখানায় ভোক্তা-অধিকার লঙ্ঘন জনিত কারণে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
বাড়ির সামনে হোমিওপ্যাথির দোকান থাকলেও বাড়ির ভেতরে দিব্যি চলছিল শহরের বিভিন্ন স্থানে পথে ঘাটে বিক্রি হওয়া ঝাল মুড়ি শিল্পের কাঁচামাল। এ সময় অভিযান দলের চোখে ধরা পড়ে অতি নোংরা তেলে অপরিচ্ছন্ন চাল ঢেলে চানাচুরের বিকল্প উৎপাদন করা হচ্ছিল। এছাড়াও, ওই প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যে প্রচুর পরিমাণে আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার করে আসছিল।
প্রতিষ্ঠানটির মালিক আফসানা পারভীনকে জানান, এসব পণ্য মেয়াদবিহীন ভাবে, খুচরা মূল্য উল্লেখ ছাড়াই সিটি বাজারসহ নগরীর বিভিন্ন পাইকারি দোকানে সরবরাহ করে আসছেন তিনি।
অভিযানে সহায়তা করেন সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, বাজার কমিটি, জেলা পুলিশের কোতয়ালী (সদর) থানা এবং সদর উপজেলার ক্যাব প্রতিনিধি।