ভোক্তাকণ্ঠ ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় ইউরিয়া সার মজুত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে এক সার ডিলারকে ৮০ হাজার টাকার জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার উপজেলার আমতলা বাজারে মেসার্স সৌহার্দ্য এন্টারপ্রাইজের গুদামে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী বাঘারপাড়া আমতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৌহার্দ্য এন্টারপ্রাইজের মালিক মো. শাহিদুল ইসলামের (বিএডিসির ডিলার) তিনটি গুদামে তল্লাশি চালিয়ে ইউরিয়ার পাশাপাশি ডিএপি ২৭০ বস্তা, এমওপি ২০ বস্তা ও টিএসপি ২০ বস্তা মজুত পাওয়া যায়।
ওয়ালিদ বিন হাবিব বলেন, অবৈধ ভাবে মজুতকৃত সার বন্দবিলা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে ও যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেসব এলাকায় বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।