ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে সারের অবৈধ মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১৬০০ বস্তা সার জব্দ করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান শাকিল।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, কিছু সাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বাণিজ্য নগরী চাঁচকৈড় বাজারে অভিযান চালানো হয়। সে সময় একটি গোডাউন থেকে ১২০০ বস্তা ডিএপি ও ৪০০ বস্তা টিএসপিসহ মোট ১৬০০ বস্তা সার জব্দ করা হয়। এ অপরাধে সোবাহান ট্রেডার্সের সত্বাধিকারী ব্যবসায়ী মো. আব্দুস সোবহান মন্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত সার উপজেলার খুবজীপুর ইউনিয়নে উপ কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়র রহমান ও গুরুদাসপুর থানার এসআই আজাদ প্রমুখ।