ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরের সালথা বাজারে অধিক পরিমাণে খাদ্যশস্য ও ভোজ্যতেল মওজুদের দায়ে চার দোকানদারকে জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. তছলিমা আক্তার কুষিপণ্য মজুদ আইনে এ জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে সালথা বাজারের ব্যবসায়ী শান্তি রঞ্জন সাহা ষ্টোর, তৈয়ব আলী ষ্টোর, পরেশ সাহা ষ্টোরকে ১০ হাজার টাকা করে ও মুরাদ ষ্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের ওই দোকানদারদের ট্রেড লাইসেন্স ও ফুডগ্রেন লাইসেন্স না থাকায় অতিদ্রুত সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে তা সংগ্রহ করার কথাও বলা হয়। কৃষিপণ্য মজুদ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অধিক মুনাফা লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্য গোডাউনজাত করে সরকারি আইন অমান্য করলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে জনজীবন অতিষ্ট করে তোলার চেষ্টা যাতে না করা হয় সে দিকে খেয়াল রেখে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়।
এ সময় ওই ব্যবসায়ীদের দোকান ছাড়াও গোডাউনে অতিরিক্ত পরিমাণ বস্তা ভর্তি চাল ও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়।