ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের সিংড়ায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম।
বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার বিকেল ৩টা থেকে উপজেলার মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা স্টোরের জিল্লুর রহমানকে পাঁচ হাজার টাকা, খাদিজা কসমেটিককে ১০ হাজার, তিন ভাই স্টোরকে দুই হাজার, রংধনুকে ১০ হাজার, তিন ভাই স্টোর-২ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র সিএম রকিবুল হাসান রিপন ও সিংড়া থানার এসআই আ. হাই।
ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ক্রেতাদের ঠোকানো ঠেকাতে এ অভিযান চলমান রয়েছে।’