ভোক্তাকণ্ঠ ডেস্ক: পবিত্র রমজান মাসে সঠিক ওজনে ও সঠিক মূল্যে ভেজালমুক্ত নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য বাজারভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা শাখা।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ ও জেলার সভাপতি জামিল চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া।
সভার উদ্বোধন করেন ভোক্তা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহ-সভাপতি মিসেস সালমা বাছিত, সেক্রেটারি এমাদ উদ্দিন, মহানগর সভাপতি কবির আহমেদ, সেক্রেটারি সালেহ আহমদ, নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, পলাশ হোটেলের মালিক ও জেলা সদস্য শেখ ফারুক আহমেদ, মাস্টার পারভেজ আহমদ ও ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালকবৃন্দ।
সভাটি বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শুরু হয়। পরবর্তীতে র্যালিযোগে সিলেট কীন ব্রীজ হয়ে কালিঘাট, লালদিঘীর পাড় প্রদক্ষিণ করে সিলেট সিটি কর্পোরেশনের সামনে এসে প্রধান অতিথি বক্তব্য রাখেন। শেষে অনুষ্ঠানটির সভাপতি ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন।