ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরে সুবর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলা সদরের রাজবাড়ী রাস্তার মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
এ সময় হোটেলটি থেকে ২০ পিস বাসি চিকেন চাপ ও সাতটি মুরগির গ্রিল জব্দ করে বিনস্ট করা হয়েছে।
সোহেল শেখ বলেন, বিভিন্ন অভিযোগে সুবর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই হোটেলটি থেকে ২০ পিস বাসি চিকেন চাপ ও সাতটি মুরগির গ্রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, জরিমানা ছাড়াও বিভিন্ন খাবার হোটেলগুলোতে তদারকি করা হয়েছে।