ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী পৌরসভার বড়বাজারে মাংসের দোকান ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, পৌরসভার আনোয়ার সওদাগরের মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া, মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই মাছের দোকানিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বাজারের অন্যান্য দোকানদার ও বাজার সমিতির সদস্যদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য এবং বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।