ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলিতে মৎস্য সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ী ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে হিলি বাজার ও পোর্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।
তিনি বলেন, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এ দু’জন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ঢাকা বিরিয়ানি হাউজকে তিন হাজার টাকা এবং লিজামনি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, তিনটি হোটেলকে সর্তক করা হয়েছে।