ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি বাজারে মৌসুমের শুরুতে নতুন আলুর দেখা মিললেও বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি আলুর দাম ৮০ টাকা। নতুন আলু পেয়ে খুশি ক্রেতারা।
তবে দাম বেশি হওয়ায় নিম্নআয়ের মানুষেরা কিনতে পারছেন না।
ব্যবসায়ীদের দাবি, আগামী দুই তিন সপ্তাহের মধ্যেই মাঠ থেকে নতুন আলু উঠতে শুরু করলেই দাম কমে যাবে।
শনিবার সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু ৮০, নতুন পেঁয়াজ ৩০, শিম ৫০, বেগুন ২০, করলা ৫০, ফুলকপি ৩০, বাঁধাকপি ২০, শজনে ডাটা ১৬০, ঢেঁড়স ৬০, শসা ৮০, মূলা ১০, পটল ২০ টাকায় বিক্রয় হচ্ছে।
সবজি ক্রেতা একলাছুর বলেন, প্রতিদিনের খাবারের জন্য সবজি কিনতে এসেছি। বাজারে নতুন আলু দেখে ভালো লাগলো তাই ৮০ টাকা দিয়ে এক কেজি কিনেছি। আলুগুলো এখনো পরিপক্ব হয়নি। এখন খেতে ভালো হলেই হয়। তবে পুরাতন আলুর দামও বেশি।
হিলি চার মাথা এলাকার ভ্যানচালক হরমুজ আলী বলেন,বাজারে নতুন আলু উঠেছে যে দাম তাতে আমার মতো গরিব মানুষের কিনে খাওয়া স্বপ্নের ব্যপার। কারণ আমরা সারা দিন ভ্যান চালিয়ে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা আয় করি। আলু কিনতেই যদি ৮০ টাকা চলে যায় তাহলে সংসারের অন্য জিনিসের জোগান দেব কিভাবে।