ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে ফ্রিজে মেয়াদহীন ব্রেড রাখায় এক রেস্টুরেন্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একইসঙ্গে মোড়কে থাকা দাম মুছে ফেলায় এক হার্ডওয়ার দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে মহানগরীর মালোপাড়া ও গণকপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে দুপুরে মালোপাড়া এলাকার খালেদ হার্ডওয়ারে অভিযান চালানো হয়। এ সময় বার্জার, নিপ্পন ও নোভা ব্র্যান্ডের মোড়কের সর্বোচ্চ খুচরা মূল্য মুছে ফেলা অবস্থায় পাওয়া যায়। দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরে মহানগরীর গণকপাড়া এলাকার ফ্লেভার রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেখানকার ফ্রিজে ২২ দিন আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া ব্রেড পাওয়া গেছে। বিক্রির জন্য এগুলো সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া, অস্বাস্থ্যকর অবস্থা ছিল ফ্রিজের ভেতরের। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।