ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার উপজেলা সদরের পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
তিনি বলেন, নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রয়, পণ্যের গায়ে মূল্য মুছে অতিরিক্ত মূল্য লেখা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে পূর্ব বাজার এলাকার পাঁচটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানকালে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পরেশ চন্দ্র হাওলাদার ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটেলিয়নের একটি টিম।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।