ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন খাবার হোটেল, রেস্টুরেন্ট ও ফার্মেসিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বাসি খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে পরিচালিত অভিযানে শাওন খাবার ঘর, ঢাকা কাবাব, স্টার কাবাব ও জিসান মেডিকেল হল নামে চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করাসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় শাওন খাবার ঘর ৭ হাজার টাকা, ঢাকা কাবাবকে ৫ হাজার টাকা, স্টার কাবাবকে ৫ টাকা ও জিসান মেডিকেল হলকে ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে বাকেরগঞ্জ কাঁচা বাজার মুদি দোকানসহ বাজার মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার বরিশালের সহকারী পরিচালক, সুমি রানি মিত্র।
অভিযানকালে সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশ।