ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় ওই মাংস বিক্রেতার বিক্রয় প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এ নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন কর্মকর্তা ও উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম বলেন, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা বাজারে সেরাল গ্রামের কসাই সেন্টু সিকদার অসুস্থ (অর্ধমৃত) গরু জবাই করে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সংবাদ কর্মীরা যায়। তার কাছে কসাই সেন্টু সিকদার বিষয়টি স্বীকার করেন। তারা বিষয়টি জানানোর পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কসাই সেন্টু পালিয়ে যায়।
পরে দোকান থেকে প্রায় আট মণ মাংস জব্দ করে ডিজেল দিয়ে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উম্মে ইমামা বানিন কসাই সেন্টুর ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করে দেন।