ভোলার গ্যাস বরিশালে সরবরাহের দাবিতে পদযাত্রা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দ্বীপ জেলা ভোলার গ্যাস রাজধানী ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে তা বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’ এর ব্যানারে মঙ্গলবার ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

পরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

এছাড়াও, এ দিন একই দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে বরিশাল মহানগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশে নেতারা বলেন, ভোলায় পাওয়া গ্যাস অগ্রাধিকারভিত্তিতে সবার আগে পাবে বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার মানুষ। তবে সরকার এসব আমলে না নিয়ে ভোলার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও ময়মনসিংহে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অবিলম্বে চুক্তি বাতিল করা না হলে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ভোলামুখী লংমার্চ করা হবে।

সমাবেশে বক্তব্য দেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ জাসদের সদস্য সচিব আবুল কালাম আজাদ বাদল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা আহ্বায়ক শাহ আজিজুর রহমান খোকন।

পাঁচ দফা দাবি হলো, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া, গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ১৭ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও সার কারখানা স্থাপন।

-এসএম