ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোলায় অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
অভিযানে ফার্মেসিতে ভেজাল ওষুধ রাখার দায়ে শহরের তিনটি ফার্মেসিকে মোট ছয় হাজার এবং খাবার হোটেলে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও রান্না করা খাবার কাঁচা মাছ-মাংসের সাথে ফ্রিজে রাখায় এক হোটেল মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।