ভোক্তাকণ্ঠ ডেস্ক: নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ভোলার লালমোহনে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি বলেন, অভিযানে গিয়ে দেখা যায়- একটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা হচ্ছিল। অপর বেকারী এবং মিষ্টির দোকানের খাদ্য পণ্যের মেয়াদ উল্লেখ না করায় তাদের বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যার পরিমাণ মোট ৪৫ হাজার টাকা। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভেজাল সন্দেহে বিভিন্ন দোকানের খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে।
ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।