ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ভোলায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
ভোলা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. সুলাইমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোফাজ্জল হক আল-আমিন, সাইফুল আলম বাপ্পি ,মাহমুদুল হাসান ও অন্যান্য ক্যাব সদস্যবৃন্দ।
পুরাতন ও নতুন সদস্যদের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সকলের প্রতি ইঙ্গিত করে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, যেহেতু আমরা সকলেই ক্রেতা ও ভোক্তা অতএব ভোক্তাদের অধিকার আমাদের নিজেদেরকেই আদায় করে নিতে হবে। অধিকার লঙ্ঘিত হলে আইনগত আশ্রয় নিয়ে তার প্রতিরোধ করতে হবে। সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে হবে। ভোক্তার অধিকার লঙ্ঘিত হলে তাৎক্ষণিক অভিযোগ করে তার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।