ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোলার লালমোহনে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
সোমবার দুপুরে পৌর শহরের উত্তর বাজার এলাকায় সবজি, মাছ, মাংস ও ডিমের বাজার পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
এছাড়া, কেউ অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন ইউএনও।
এ সময় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, পৌরসভার বাজার পরিদর্শক মো. আফসার উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।