ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার তালতলীর পায়রা নদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে এক মাঝিকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় নকরি-লতাঘাটা খেয়া ঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে নকরি-লতাঘাটা পায়রা নদীতে খেয়া পারাপারে ইজারাদার জসিম উদ্দিন অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। জেলা পরিষদের মূল্য তালিকায় জনপ্রতি ভাড়া ২০ টাকা থাকলেও তিনি প্রায় সময় ৪০ টাকা আদায় করতেন। এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। পায়রা নদীর খেয়াঘাটে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে আদালতের বিচারক ফৌজদারি কার্যবিধি এর ১৮৮ ধারা ধারায় খেয়া মাঝি ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে রফিক মোল্লাকে (৪০) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অতিরিক্ত ভাড়ার বিষয় ইজারাদারের জসীম উদ্দীনের মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘ফৌজদারি কার্যবিধি এর ১৮৮ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা প্রমাণিত হওয়ায় মাঝিকে পাঁচ দিনের দণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ওই সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তাদের সবাইকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।