খাদ্যদ্রব্যে কাপড়ের রঙ, হোটেল মালিককে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার আমতলীতে অনিয়মের অভিযোগে সকাল-সন্ধ্যা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান।

অভিযানে পঁচা-বাসী খাবার সংরক্ষণ ও সরবরাহ, খাদ্যদ্রব্যে বিষাক্ত টেক্সটাইল ডাই (কাপড়ের রঙ) ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার, খাবার অনুপযোগী মিষ্টি, খাবারে মশা-মাছি থাকা প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান বলেন, পঁচা-বাসী খাবার সংরক্ষণ ও সরবরাহ, খাদ্যদ্রব্যে বিষাক্ত টেক্সটাইল ডাই (কাপড়ের রঙ) ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল মালিককে এক লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর সাবেরা পারভীন এবং আমতলী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।