কর্তব্যরত চিকিৎসক না থাকায় ২ ক্লিনিককে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে অনিয়মের অভিযোগে দুই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ এ জরিমানা করেন।

ক্লিনিক দুটি হলো- উপজেলা সদরের নাজিরপুর সার্জিক্যাল ক্লিনিক ও চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন নাজিরপুর মেডিকেয়ার সার্জিক্যাল ক্লিনিক।

ইউএনও অরূপ রতন সিংহ বলেন, ওই দুই ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওইসব ক্লিনিকে ক্লিনিক স্থাপনের সব নিয়ম-নীতি পালন করা হচ্ছে না। নেই প্রয়োজনের তুলনায় সেবিকা (নার্স) ও দায়িত্বরত চিকিৎসক। এমনকি চিকিৎসকের কোনো হাজিরাও নেই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।