ভোক্তাকণ্ঠ ডেস্ক: পিরোজপুরের কাউখালীতে বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। অভিযানে কাউখালী দক্ষিণ বাজারের ব্যবসায়ী শাহ আলমকে ১৫ হাজার টাকা, শাহাদাত হোসেনকে তিন হাজার টাকা, ওয়ালিদকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এ সময় পিরোজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।