ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁদপুরের পুরানবাজারে সেমাই তৈরির কারখানা ও হলুদ-মরিচের গুরার কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করেছে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কে সাথে নিয়ে অভিযানের শুরুতে পুরানবাজারের কোহিনূর সিনেমা হলের সম্মুখে সাইফুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমনা ও নিতাইগঞ্জ এলাকায় জীবনের হলুদ-মরিচের ভাংঙ্গারি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়।
অভিযানকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক নূর হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সদস্য অভিজিত রায়।
অভিযানে পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ আইনশৃঙ্খলার বিষয়ে সহযোগিতা প্রদান করেন।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক নূর হোসেন বলেন, হলুদের সাথে ভুট্রার গুরা মিশিয়ে মেশিনে হলুদ ভাংগানো হচ্ছে। ভুট্রা মেশানো মরিচের সাথে পোকাযুক্ত মরিচ ও অবর্জণা;মিশানো হচ্ছে তাই খাদ্যে ভেজাল করার জীবনের হলুদ-মরিচের ভাংঙ্গারি দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সাইফুল বেকারী সেমাইল তৈরি করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।