ভোক্তাকণ্ঠ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর পৌর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বাজার তদারকিকালে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা ও সুমন ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়।
অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেল বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে ভোক্তা অধিদপ্তর প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় দুটি ফার্মেসীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি টিম সহযোগিতা করে।