ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চাঁদপুরে মিল মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিপদপ্তর। সোমবার চাঁদপুর জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল সমিতির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে বেশ কয়েকটি ধানের মিল পরিদর্শন করেন ভোক্তা অধিপদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর হেসেন।
এ সময় তিনি পুরান বাজারের খাজা অটো রাইস মিল, বাবা অটো রাইস মিল, মৌসুমি অটো রাইস মিল, আজমেরি অটো রাইস মিল পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রহিম সরকার, সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাইনুল ইসলাম কিশোর, সাবেক সভাপতি ও চাঁদপুর চেম্বার কমার্সের পরিচালক পরেশ মালাকার, সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী, পুরাণবাজার ফাঁড়ির এএসআই মো. আলী হোসেন, ক্যাব চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক বিপ্লব সরকার।
ভোক্তা অধিপদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর হেসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুরের ধানের মিল মালিকদের ব্যাপক ব্যবসায়িক সুনাম রয়েছে। এই সুনাম ধরে রেখে আপনারা ব্যবসা পরিচালনা করবেন। খাদ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটি বাস্তবায়নে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। যাতে করে ভোক্তারা প্রতিটি চালের বস্তায় ধানের মূল্য, উৎপাদন এবং মেয়াদের তারিখ লেখা দেখতে পায়। সেটি আপনারা নিশ্চিত করবেন।
এ সময় ব্যবসায়ীরাও সরকারের নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার করতে চালের বস্তায় মূল্য, উৎপাদন তারিখসহ যাবতীয় তথ্য লেখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ব্যবসায়ীরা নেতৃবৃন্দরা বলেন, আগামী দুই/একদিনের মধ্যে আমরা সমিতির সকল সদস্যদের নিয়ে সভা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।