ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে ৪০ টাকা দরে আলু বিক্রি করায় কর্নেল হাটের আইয়ুব অ্যান্ড ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির সময় আমরা দেখতে পাই মূল্যতালিকায় আলুর দাম লেখা ৩৬ টাকা। কিন্তু একটি রশিদে দেখি পাঁচ কেজি আলুর দাম রাখা হয়েছে ২০০ টাকা, ১০ কেজির দাম ৪০০ টাকা, দুই কেজির দাম ৮০ টাকা। অর্থাৎ প্রতি কেজি খুচরায় বিক্রি করছে ৪০ টাকা। এটি প্রতারণা। তাই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, একই অভিযানে মরিয়ম ট্রেডার্সে মূল্যতালিকা না থাকায় এক হাজার টাকা। একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের জন্য পাঁচ হাজার টাকা ও ক্যাফে আজমিরে মূল্যতালিকা না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।