ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে অনিয়মের অভিযোগে তিনটি দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার নগরের মোহরায় কাজীর হাট বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
অভিযানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এ জরিমানা করেন।
অভিযানে সচেতন ছাত্র ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।