ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার উপজেলার মইজ্জার টেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।
তিনি বলেন, পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উৎপাদন, মেয়াদ ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধে নূর সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশন করায় ফুলকলিকে ৫ হাজার টাকা, ডিলিং লাইসেন্স ছাড়া রড, সিমেন্ট, টিন বিক্রি করায় মেসার্স হাজী এস ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মোহাম্মদিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, এন ইসলাম এন্ড সন্স এন্টারপ্রাইজকে ৫ হাজার জরিমানা করা হয়।