ভোক্তাকণ্ঠ রিপোর্ট: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)’র মতো পরিবেশ বিনাশকারী ‘ভুয়া প্রযুক্তি’ গুলোর অবসানের দাবিতে চট্টগ্রামে একটি ভিন্ন ধর্মী প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জীবাশ্ম জ্বালানী মুক্ত জলবায়ু অর্থায়ন এবং ভবিষ্যতের জন্য গ্লোবাল উইক অব অ্যাকশনের (জিডব্লিউএ) উদযাপনের অংশ হিসেবে রোববার বহদ্দারহাট পুলিশ বক্স চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর, ক্লিন, বিডব্লিউজিইডি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডিন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সে দিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।’
প্রতিবাদকারীরা দেশী বিদেশী অর্থায়নে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এলএনজিভিত্তিক বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ করার দাবি জানান। একইসঙ্গে সরকার এবং দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং এর বিকল্প হিসেবে পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেবার আহ্বান জানান। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুডস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য মো. সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব যুব গ্রুপ সদস্য রাসেল উদ্দীন, এমদাদুল হক আয়াজ, সিদরাতুল মুনতাহা, মো. এশরাফুল হক চৌধুরী, রিদওয়ানুল হক, বহদ্দারহাট ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক ও সদস্য মিজানুর রহমান প্রমুখ।