ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে অনিয়মের অভিযোগে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার নগরের চকবাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও ছাত্র-জনতার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
এ সময় সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
ফয়েজ উল্যাহ বলেন, সামুদ্রিক মাছের পঁচাভাব দূর করে ক্রেতাদের সামনে চকচকে ও তাজা দেখাতে কৃত্রিম রং মেশানোর বিষয়টি ধরা পড়েছে। এসব কৃত্রিম রং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা তিন হাজার টাকা জরিমানা করে তাকে সতর্ক করেছি। অভিযানে ইলিয়াসের মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা, খাজা মাংস বিতানকে দুই হাজার টাকা, বিনিময় স্টোরে মেয়াদোত্তীর্ণ ও এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) বিহীন পণ্য বিক্রির জন্য রাখায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।