ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে ‘রাজধানী ফুড প্রডাক্ট’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর হালিশহর এলাকার মোল্লা পাড়ায় ওই প্রতিষ্ঠানের কারখানায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
বৈধ লাইসেন্স না থাকা, নিলাম বহির্ভূত ভাবে চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করছিল প্রতিষ্ঠানটি।
অভিযানে নিলাম বহির্ভূত ভাবে ক্রয় করা ১০ হাজার কেজি (২০০ বস্তা) চা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি আলাদা ব্র্যান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধ ভাবে চা বাজারজাত করছিল বলেও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্র্যান্ড নাম ব্যবহার করে অবৈধ ভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বিক্রি করছেন কিছু অসৎ ব্যবসায়ী। এমন নানা অনিয়ম প্রতিরোধে চা বোর্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানে চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধ ভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন।