ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের চার রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার অভিযানে অংশগ্রহণ করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ।
পাশাপাশি কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।
ক্যাম্পাসের জিরো পয়েন্টের খাবারের রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অপরিষ্কার ও নোংরা খাবার পানি এবং খাবারের মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনাকালীন জিরো পয়েন্টের ৪টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক ফয়েজুল্লাহ বলেন, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ সকল ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের জন্য আরো অধিক অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু প্রাথমিক ভাবে তাদেরকে সতর্কতামূলক এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং দোকানদারেরা যদি আবারো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড করে তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের বিভিন্ন স্থানের যেমন জিরো পয়েন্ট, লেডিস ঝুপড়ি, কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, ২ নং গেইট এবং রেলক্রসিং এর দোকানসমূহে আমাদের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিতরের যানবাহনের ভাড়াসহ যাবতীয় ভোক্তা-অধিকার সম্পর্কিত বিষয়সমূহও আমাদের মনিটরিং এর আওতাভুক্ত থাকবে। যেকোনো ধরনের ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’