ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা ১১টার দিকে শহরের কাউতলী বাজারে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি বলেন, কাঁচা মরিচ বিক্রেতাদের কাছে ক্রয় রশিদ না থাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রির সময় রশিদ দেওয়ার বাধ্যবাধকতা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অনেকেই মূল্যতালিকা প্রকাশ করছেন না। ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার দায়ে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।