বহদ্দারহাটে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের বহদ্দারহাটে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তিন ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ছাত্র জনতা, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ও সিএমপির চান্দগাঁও থানার একটি টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় নাজেম ও মামুনুর রশীদের সবজির দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার এবং কারচুপির মাধ্যমে করে ক্রয় ভাউচার না রেখে ক্রয় মূল্য বেশি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার দায়ে ওয়াহেদের সবজির দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে বহদ্দারহাট বাজারের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়।

জনস্বার্থে জাতীয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।