ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েকদিনে প্রতি বস্তায় চালের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চলের মোকামগুলোতে চালের দাম বাড়ানো হয়েছে। চালের বাজার পুরোপুরি নিয়ন্ত্রিত সেখান থেকে। ধানের দাম বেড়েছে এমন অজুহাতে চালের দাম বাড়িয়েছেন তারা।
উপজেলার বারইয়ারহাট, বড়দারোগাহাট, আবুরহাট, আবুতোরাব বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে নাজিরশাইল সিদ্ধ, জিরাশাইল সিদ্ধ, মিনিকেট সিদ্ধ, স্বর্ণা সিদ্ধ, বেতি আতপ, পাইজাম আতপ, মিনিকেট আতপ, কাটারীভোগ আতপ ও মোটা সিদ্ধ চালের দাম বস্তাপ্রতি সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
চালের পাইকারী ব্যবসায়ীরা জানান, বর্তমানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ২০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৫০ টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৬৫০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে ২ হাজার ৫০০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ১০০ টাকা বেড়ে গিয়ে ৩ হাজার ৬০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫০ টাকা, মিনিকেট আতপ ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ ১০০ টাকা বেড়ে ৩ হাজার ৬৫০ টাকা, স্বর্ণা সিদ্ধ ১৫০ টাকা বেড়ে ২ হাজার ৬০০ টাকা, বেতী আতপ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৬৫০ টাকা এবং মোটা সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়।
আবুতোরাব বাজারে আসা ক্রেতা মো. শাহাজাহান বলেন, সবকিছুর দাম ঊর্ধ্বমূখী। তার মধ্যে এবার চালের দামও বেড়েছে। বাজারে এসে দেখি সব ধরনের চালে কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকা বেড়ে গেছে। প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।
মিরসরাই পৌর সদরের মুদি দোকানী নাজিম উদ্দিন বলেন, আড়ত থেকে গত এক সপ্তাহ ধরে চালের বাড়তি দাম নিচ্ছে। সে হিসাবে আমরা বস্তা প্রতি ২০০ টাকা বেশি নিচ্ছি। আড়ত থেকে কম দামে কিনতে পারলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো।
চালের পাইকারি ব্যবসায়ী মো. বাদশা বলেন, বতর্মানে স্বর্ণা ও ৪৯ ধানের মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া মোটা ধানের মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। ধানের দাম বাড়ার কারণেই মূলত চালের দাম বাড়তি।
বড়দারোগাহাট বাজারের আড়তদার নুরুল আমিন বলেন, চালের সরবরাহ ঘাটতি না থাকলেও গত এক সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। চালের মিল মালিকরা আমাদের জানিয়েছেন ধানের দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে চালের বাজারে। তবে বর্তমানে চালের দাম বাড়ার কথা না। কারণ সম্প্রতি ধানের উৎপাদনও ভালো হয়েছে। এক্ষেত্রে অনেক অসাধু ব্যবসায়ী ধান চাল মজুত করে বাজার অস্থিতিশীল করে তোলে। বিষয়গুলো মাথায় রেখে প্রশাসন বাজার মনিটরিং করলে চালের দাম সহনশীল থাকবে আশা করি।