ভোক্তাকণ্ঠ ডেস্ক: খোলা লবণ মোড়কজাত করে ‘আয়োডিনযুক্ত’, ‘বিএসটিআই অনুমোদিত’ লিখে বাজারজাত করছে চট্টগ্রামের বহদ্দারহাটের বিএফসি ফুড প্রোডাক্টস। বিসিকের পরীক্ষায় তাদের লবণে আয়োডিনের অস্তিত্ব পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।
শুধু লবণ নয়, সয়াবিন তেল, সরিষা তেল, পামঅয়েল, চিনিগুঁড়া চাল, ডাল, আটা, ময়দা, চিনি, সাবানসহ বিভিন্ন পণ্য বাজার থেকে কিনে নিজেদের নামে মোড়কে ভরে বিক্রি করলেও তাদের কোনো পণ্যেরই বিএসটিআইর অনুমোদন নেই। কিন্তু মোড়কে লেখা ‘বিএসটিআই অনুমোদিত’।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, গত ০৪ জুন থেকে এ অভিযান চলছিল। আজ বিসিকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীও উপস্থিত ছিলেন। বিএসটিআই অনুমোদন করলেই তারা পণ্য বাজারজাত করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল (খোলা) লবণ বিসিকের মাধ্যমে জব্দ করা হয়েছে।