ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী বাজারের ব্যবসায়ীরা তালিকায় পেঁয়াজের মূল্য ১০০ টাকা লিখলেও ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছিলেন ১১০-১১৫ টাকা। এছাড়াও আরও বেশ কিছু অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কানুনগোপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় চার ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।