চট্টগ্রামে মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছিলো আলু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের আড়তে মূল্য তালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রি করা ও ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার নগরের রিয়াজউদ্দিন বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

তারা তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে বেশিতে আলু বেচাকেনা এবং বিক্রয় ভাউচার যথাযথ ভাবে সংরক্ষণও করছিল না।

একই অভিযানে মেসার্স আকবর ট্রেডার্সে মূল্য তালিকা না থাকা ও ক্রয় ভাউচার না থাকায় ৮ হাজার টাকা এবং মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়ে মূল্য তালিকা হালনাগাদ না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া বাজার কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যদের সঙ্গে এসব বিষয়ে পরবর্তীতে আরো সচেতন থাকার বিষয়ে মতবিনিময় করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, আড়তে আলুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। মূল্যবৃ্দ্ধির শঙ্কা নেই। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।