ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দেশের ছাত্র ও তরুণ সমাজের মধ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপণ্যে মূল্যের ঊর্ধ্বগতি রোধ, মানসম্মত শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, আর্থিক লেনদেন, জীবন ও জীবিকার সঙ্গে যুক্ত সেবা সার্ভিসের অব্যবস্থাপনারোধসহ ভোক্তা-অধিকার নিশ্চিতে কর্মরত সেচ্ছাসেবী যুব সংগঠন “ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” কমিটি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ অগাস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম।
আইন বিভাগের শিক্ষার্থী রাব্বি তৌহিদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের শিক্ষার্থী আলাউদ্দীন, শর্মিলী ইসলাম শাম্মী, মো. শহীদুল ইসলাম সাকিব, আরফাত হোসেন, লোক প্রশাসন বিভাগের রোজাইন আল রাফি, সোলাইন, সাকিব মজুমদার, রাষ্ট্রবিজ্ঞানের তাকভীর আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠি, আজকে যারা ছাত্র ও যুব, আগামীতে তারাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নেবে। কিন্তু তারা যদি সমাজে চলমান অনিয়ম, ভোগান্তি, প্রতারণা ও সমস্যাগুলো সম্পর্কে সম্যক অবহিত না হয়, তাহলে পেশাগত জীবনে অথবা ব্যক্তিগত জীবনে এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে। তাই দেশের ছাত্র ও তরুণ জনগোষ্ঠিকে দেশ ও জাতিগঠনমূলক স্বেচ্ছাসেবী সমাজ পরিবর্তন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। তারই অংশ হিসেবে ভোক্তা-অধিকার, খাদ্যে ভেজালবিরোধী অভিযান ও ধুমপানবিরোধী প্রচারণায় তরুণ জনগোষ্ঠিকে সম্পৃক্ত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাব যুব গ্রুপ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় জানানো হয়, অচিরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় অভিযোগ দাখিল ও ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে। যেখানে উপাচার্য মহোদয় প্রধান অতিথি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
তারই আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রুপের কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।