চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চট্টগ্রামের ইন্ডিপেনডেন্ট ইনিভাসির্টিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইনিভাসির্টির অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহর সভাপতিত্ব করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জমান।

বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চিটাগাং ইন্ডিপেন্ডন্টে ইউনিভার্সিটির স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. রুবেল সেন গুপ্ত ও কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান আসিফ ইকবাল।

ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব সদস্য সৈয়দ আবুল হাসান প্রমুখ।

সেমিনারে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইনিভাসির্টির শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

সেমিনারে ভোক্তা-অধিকার সুরক্ষায় তৃণমূল পর্যায়ে ভোক্তা-অধিকার শিক্ষা ও সচেতনতা জোরদার, সকল স্তরের ব্যবসায়ীরা সংগঠত হলেও ভোক্তা অসংগঠিত ও বিছিন্ন। সে কারণে ব্যবসায়ীরা ভোক্তাদেরকে প্রতারতি ও হয়রানি করলেও কোনো উচ্চবাচ্য নাই। ভোক্তাদের সংগঠিত করা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের তরুণ/তরুণীদের ক্যাবের সঙ্গে যুক্ত করে ভোক্তা কণ্ঠ জোরদারের সুপারিশ করা হয়।

এছাড়াও, প্রতারিত হলে অভিযোগ করা, সকল পর্যায়ে ভোক্তা হয়রানি রোধে তাৎক্ষণিক সহায়তার জন্য ভোক্তা অধিদপ্তরের হটলাইনে (১৬১২১) জানানোর অনুরোধ জানানো হয়।